সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর || ফের যান দূর্ঘটনায় রক্তাক্ত জাতীয় সড়ক। বাস ও মেক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনা বৃহস্পতিবার বড়মুড়া আসাম-আগরতলা জাতীয় সড়কে। আহত প্রায় আট থেকে দশ জন। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনী আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুই জনের অবস্থা অশংকা জনক হওয়ায় চিকিৎসক তাদের জিবি ট্রমা সেন্টারে পাঠিয়ে দেন উন্নত চিকিৎসার জন্য। এদিকে ঘটনাস্থলে খুমলুঙ্গ থেকে খোয়াই যাওয়ার পথে রাজ্যের বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা তিনি নিজে উপস্থিত থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতেও দেখা যায়।