বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী সুধাংশু দাসের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর || আমবাসা সফরে গেলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন তিনি। এদিন আমবাসার জহরনগরস্থিত ধলাই জেলার জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিংয়ে বসেন মন্ত্রী সুধাংশু দাস। তিনটি দপ্তরের আধিকারিকদের নিয়ে দপ্তরের বিভিন্ন সমস্যা ও বিগত দিনগুলিতে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তা খতিয়ে দেখেন। এদিন বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার, নগর পঞ্চায়েত ও পৌরসভার চেয়ারপার্সন সহ জনপ্রতিনিধিগণ।
বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ সহ আগামী দিনে কি কি কাজ করা হবে এবং বেনিফিসারিরা কি কি সুবিধা পাবে সেই বিষয় নিয়েও আলোচনা হয় এদিনের এই বৈঠকে।
দিনভর রিভিউ মিটিং করে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, তিন দপ্তরকে নিয়ে দ্বিতীয়বার ধলাই জেলায় রিভিউ মিটিং হয়েছে। তিন দপ্তরের অধীনে যে কাজগুলি রয়েছে সেগুলি কি পর্যায়ে আছে এবং সে কাজগুলি শেষ হতে আর কতদিন সময় লাগবে সেই বিষয়গুলি নিয়েই দিনভর মিটিং চলে বলে জানান তিনি। পাশাপাশি ধলাই জেলাকে আরো কিভাবে উন্নয়নের শিকড়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য মাথায় রেখেই আজকের এই রিভিউ মিটিং বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*