আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || রাজ্যে এলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার শানু। শুক্রবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। পরে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সঙ্গীত শিল্পী কুমার শানুকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
উল্লেখ্য, ১৮ই নভেম্বর (শনিবার) ১০-মজলিসপুর বিধানসভা কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কুমার শানু। রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী এবং ১০-মজলিসপুর মন্ডলের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করা হয়।