আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || রাজধানীর এজিএমসি ও জিবিপি হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। বৃহস্পতিবার সকালে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল পরিদর্শনকে রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডঃ সন্দীপ আর রাঠোর, এজিএমসি’র প্রিন্সিপাল ডাঃ অনুপ সাহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক, জিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, হাসপাতালে এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা উচিত যাতে হাসপাতাল সম্পর্কে কোন ভয় না থাকে। তিনি বলেন, এটি অধিক সুবিধা সম্পর্কযুক্ত একটি রেফারেল হাসপাতাল এবং এই হাসপাতালের সুযোগ সুবিধা সবার কাছেই যাওয়া উচিত।
এদিন জিবি হাসপাতাল পরিদর্শনের পর রাজ্যপাল এজিএমসি’র কাউন্সিল রুমে স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা, এজিএমসি’র প্রিন্সিপাল, কলেজ স্টাফ, জিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে নিয়ে এক বৈঠকে মিলিত হন।