আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ত্রিপুরার বুকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। শুক্রবার রাজ্যের ৪টি জেলায় লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হল দক্ষিণ ত্রিপুরা, গোমতী, ধলাই এবং সিপাহীজলা। বাকি ৪টি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, খোয়াই এবং ঊনকোটি জেলা।
শনিবার গোটা রাজ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আতংকিত না হয়ে সর্তকতা অবলম্বন করে চলার আহবান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।