বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৮ নভেম্বর || শুক্রবারের প্রাকৃতিক দূর্যোগে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তের মধ্যে গার্ধাং এলাকা ও বেতাগা এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাকৃতিক দূর্যোগে উনারা ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে দেখা যায় পাঁকা ধান দমকা হাওয়ার ফলে শুয়ে জলের নিচে চলে গেছে। অপরদিকে যেসকল কৃষকরা টমেটো থেকে শুরু করে নানান কৃষিজ সামগ্রী চাষ করেছেন উনারাও ক্ষতির সন্মুখিন হয়েছে। তবে দেখা যায় এমন একটি প্রাকৃতিক দূর্যোগ ঘটার পরেও বগাফা কৃষি দপ্তর নিশ্চুপ। বিগতদিনে এমন কোনো প্রকারের দুর্যোগ হলে সর্বপ্রথম কৃষকদের পাশে দাঁড়াতো বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। বর্তমান সময়ে সুজিত কুমার দাসের বদলির ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সন্মুখিন হচ্ছে যার চিত্র ফুঁটে উঠলো এদিন। বর্তমান কৃষি দপ্তরের তত্বাবধায়কের দায়িত্বে থাকা রাজীব সেন নিরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ কৃষকদের। বেতাগা এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি কাজে তত্বাবধায়ক রাজীব সেন কৃষকদের কোনোপ্রকার সহায়তা করেননি। এছারা এই দুঃসময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর কোনোপ্রকার চিন্তা ভাবনা নেই বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়কের। সকলে চাইছে কৃষি দপ্তর যেন ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার হাত বাড়িয়ে দেন।