আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || টুয়েপ, সেলফ হেল্প গ্রুপ, সামাজিক ভাতা সম্পর্কিত ৫ দফা দাবিতে আগরতলা পুর নিগমের পুর কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার এই ডেপুটেশনে ৫ দফা দাবিগুলি হলঃ
১. টুয়েপ প্রকল্পে ১০০ দিনের শ্রম দিবস সুনিশ্চিত করতে হবে।
২. এই প্রকল্পে ৩৪০ টাকা মজুরি এবং নিয়মিত মজুরি প্রদান করতে হবে।
৩. টুয়েপ প্রকল্পে রাজনৈতিক দলীয় করণ বন্ধে ভূমিকা গ্রহণ করতে হবে।
৪. নিয়মিত সামাজিক ভাতা প্রদান এবং ভাতা প্রাপকের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৫. সেলফ হেল্প গ্রুপ করতে আগ্রহী সমস্ত মহিলাকে এই সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলীয় করণ বন্ধ করতে হবে।