সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর || কালী পূজার পরদিন নেশাগ্রস্ত হয়ে থানা চত্বরে কুকান্ড ঘটনার নায়ক, কালার প্রাপ্ত ত্রিপুরা পুলিশের কলঙ্কিত সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস সাসপেন্ড হলেন। খোয়াই জেলার পুলিশ সুপার ডাঃ রমেশ যাদব এক নির্দেশ বলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তেলিয়ামুড়া থানার এস আই (ইউবি) রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে চরম শৃঙ্খলাভঙ্গের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৩ই নভেম্বর তেলিয়ামুড়া থানা কমপ্লেক্সের কালী মন্দিরে কালী পূজার সময় নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করে পূজার পবিত্র জিনিসপত্র এবং সরঞ্জামগুলি ছুঁড়ে ফেলে এবং দীপাবলি উদযাপনের ধর্মীয় ধার্মিকতাকে ব্যাহত করার পরিপ্রেক্ষিতে তাকে টিপি আইনের U/S-90 (ii) ধারায় গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সমস্ত দিক বিচার-বিশ্লেষণ করে সিসিএস (সিসিএ) বিধিমালা, ১৯৬৫ এবং পিআরবি বিধিমালা ৮৫৮ এর বিধি-১০-এর উপ-বিধি (১) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে ১৮ই নভেম্বর (শনিবার) বিকাল থেকে এস আই রামকৃষ্ণ দাসকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। এর পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, সাময়িক বরখাস্তের সময় এসআই (ইউবি) রামকৃষ্ণ দাসের হেড কোয়ার্টার গণকি পুলিশ লাইন, খোয়াই থাকবে। চার্জড অফিসারের পূর্বানুমতি ছাড়া স্টেশন ত্যাগ করতে পারবে না বলেও সংশ্লিষ্ট নির্দেশ নামায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।