আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || আগরতলা পুর নিগমের উদ্যোগ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সঠিক সময়ে যেন পৌঁছে যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজের অন্তিম ব্যাক্তির কাছে সরকারি সুবিধাগুলো পৌছে দিতে আয়োজিত বিকাশ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, মূলত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘর সুশাসন ২.০ প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিকাশ বৈঠক। তিনি বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সেই সব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আগরতলা পুর নিগমের সদস্যরা এই বৈঠকে মিলিত হয়।