আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || উদয়পুরস্থিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শনে গেলেন প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু। শনিবার মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে গিয়ে পূজো দিলেন তিনি। সেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরীর সাথে সকলের মঙ্গল কামনা করে মায়ের পূজার্চনা করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু বলেন, ত্রিপুরায় আগেও অনেকবার এসেছেন, তবে ত্রিপুরাসুন্দরী মন্দিরে আসা হয়নি। এবার মা ডেকেছে তাই ত্রিপুরা সফরে আসতে পেরেছেন। তিনি বলেন, ত্রিপুরাসুন্দরী মন্দিরে এসে মন শান্ত হয়ে যায়। তিনি বলেন, ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে গানের অ্যালবাম করবেন তিনি, সেই ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জিরানিয়ায় ১০-মজলিশপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ত্রিপুরায় আসেন সংগীত শিল্পী কুমার শানু।