আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখা ও শিববাড়ী ট্রাষ্টি বোর্ডের যৌথ উদ্যোগে আগরতলা শিববাড়ীতে ভাইফোঁটা পর্ব অনুষ্ঠিত হয়। শনিবার প্রথমে প্রদীপ প্রজ্জলন ও পরে মাতৃবন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। মঞ্চে উপস্থিত অতিথিদের চন্দন ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন স্বাগত ভাষণ রাখেন ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার সম্পাদিকা শ্রাবণী পাল। ভাইফোঁটার তাৎপর্য নিয়ে আলোচনা করেন রিজিওন্যাল সংস্কার সম্পাদিকা জবা ভট্টাচার্য্য এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিববাড়ী ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ডঃ পার্থ রায় চৌধুরী।
তারপর পরিষদের বোনেরা উপস্থিত সব ভাইদের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। সবশেষে উপস্থিত সবাই অন্নপ্রসাদ গ্রহণ করেন। সভাপতির ভাষণ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বাল বিকাশ সংযোযিকা এষা ধর।