আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৬’তম জন্মদিন পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার সকালে প্রথমে আগরতলা কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করার পর প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে রাজধানীর গান্ধীঘাটস্থিত শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেনত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ ও বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
পাশাপাশি এদিন দেশের প্রথম মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬”তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা রাজ্য ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আগরতলা গান্ধীঘাট স্থিত ইন্দিরা গান্ধীর শহীদ বেদী সংলগ্ন জায়গায় বৃক্ষরোপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে।