খেলাধুলা ডেস্ক, আমেদাবাদ, ২০ নভেম্বর || টানা ১১টি ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে গিয়ে হারতে হল টিম ভারতকে। ফের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে নীল গ্যালারির গর্জনের মাঝেই ছয় উইকেটে জয়ী প্যাট কামিন্সরা।
ব্যাট করতে নেমে শুভমানকে শুরুতেই হারালেও দুরন্ত শুরু করেছিলেন রোহিত-কোহলি। কিন্তু, ভাগ্য সাথ দেয়নি। ৪৭ রানে ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের দুরন্ত ক্যাচে আউট হন রোহিত। অর্ধশত করলেও কোহলিকেও থামতে হয় ৫৬ রানে। কামিন্সের বলে বোল্ড হন কোহলি। রোহিত-কোহলিরা যখন ক্রমশই প্যাভেলিয়নে ফিরছেন তখন ভারতের ইনিংসকে টেনে নিয়ে গিয়েছেন কে এল রাহুল। এরপর শামি, বুমরারা আর বেশিক্ষণ স্থায়ী হননি ক্রিজে। ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ২৪১। এই অবস্থায় শুরুতেই বুমরাকে পিটিয়ে তুলোধনা করেন হেড। এরপরই জোর ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্যাভেলিয়নে ফেরেন ওয়ার্নার, মার্শ, স্মিথ। সেই সময় ফের জ্বলে ওঠে ভারতীয়দের বদলার স্বপ্ন। কিন্তু, হেড এবং লাবুশেনের অনবদ্য ইনিংসের সামনে উধাও হয়ে যায় শামি, বুমরা, কুলদীপদের জাদু। খেলার রাশ ক্রমশ হাতে নিয়ে নেন হেড। বিশ্বকাপ ফাইনালে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সহায়তা করেন লাবুশেন। জয়ের জন্য দুই রান বাকি থাকতে মহম্মদ সিরাজের বলে আউট হন হেড। অস্ট্রেলিয়া মাত্র চার উইকেট হারিয়েই ২৪১ রান তুলে নেয়। আবারও ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।