আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || আসন্ন লোকসভা নির্বাচনে আই পি এফ টি দলের অবস্থান কি হবে, পাহাড়ে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি কি আছে এবং আগামীদিনে দল কিভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে, ইত্যাদি নানা ইস্যুকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে শাসকদল বিজেপি’র শরীক দল আইপিএফটি’র কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার আই পি এফ টি’র এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একমাত্র বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান, দলের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক প্রেম কুমার রিয়াং। তিনি বলেন, আগামী ডিসেম্বরে আইপিএফটি’র বিভাগীয় কমিটি ও রাজ্য কমিটির কার্যকর্তাদের নিয়ে রাজ্যভিত্তিক সমাবেশ আয়োজিত হতে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে আই পি এফ টি দলের আগামীর রণকৌশল নিয়েই মূলত এই বৈঠক।