আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। সোমবার টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা পুনরায় আগরতলা অফিস লেনস্থিত শিক্ষা ভবনে টিআরবিটির অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দাবী টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের অতিসত্বর একসাথে নিয়োগ করতে হবে।