নিগম, পুরপরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য-সদস্যাদের নিয়ে বিজেপি দলীয় পর্যায়ে প্রশিক্ষণ শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর || মিউনিসিপাল কর্পোরেশন, পুরপরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য-সদস্যাদের নিয়ে বিজেপি দলীয় পর্যায়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সোমবার রাণীরবাজার গীতাঞ্জলি হলে তিন দিনব্যাপী সারা রাজ্যের ২০টি নগর সংস্থার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন, সেগুলি কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেইসব বিষয়ও আলোচনা হয়।
এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রানীবাজারে এদিন তিনটি প্রশিক্ষণ শিবির হয়। ২১শে ও ২২শে নভেম্বর ধর্মনগর এবং বিলোনিয়ায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*