দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ এপ্রিল ।। পয়লা বৈশাখের পূণ্যদিনে প্রতিবছরের মত এবারেও শহরের মন্দির গুলো মানুষের ভীড়ে রুপ নেয় পূণ্যধামের। পরিবার পরিজন নিয়ে অনেকেই নববর্ষে পূণ্য অর্জনের প্রার্থনা জানাতে লক্ষ্মীনারায়ণ বাড়ীতে যান, পাশাপাশি ১লা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে হাজির হন দেবালয়ে। নববর্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ীতে হালখাতার যাত্রারম্ভে কাঁচা টাকা, স্বস্তিক চিহ্ন কেউ আবার ধনের দেবী লক্ষ্মীর ছাপ দিয়ে থাকেন। পয়লা বৈশাখের হালখাতার ক্ষেত্রেও নব প্রযুক্তির প্রবেশ লক্ষ্য করা গেছে – হালখাতার যাত্রা শুরুর সাবেকী পদ্ধতিতে পরিবর্তনের ছোঁয়ায় পণ্ডিত প্রবররা তৈরী সিল মোহরের ছাপেই কাজ সেরেছেন। ব্যবসায়ীরা ব্রাক্ষ্মন পণ্ডিতের কাছে হালখাতা তুলে দিয়েছেন – সেই খাতা হাতে কড়ির অংকে পূর্ণ হয় সেই মন্ত্রে হালখাতায় ফুল বেলপাতা দিয়ে প্রার্থনা করেছেন পণ্ডিত মশাই সেই দৃশ্যও দেখা গেছে। পূন্যার্থীদের মধ্যে শাখা সিঁদুর যাতে অক্ষয় থাকে সেই প্রার্থনার পাশাপাশি মহিলারা একে অপরের শাঁখা আর সিঁথিতে সিঁদুর পরিয়ে প্রার্থনা জানিয়েছেন।