আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্প গুলি থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রায় ৩ মাস ব্যাপী ফের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। এর নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। গত বুধবার দেশ ব্যাপী এর সূচনা হয়। আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে পুনরায় প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এই বিষয় নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সহ অন্যান্যরা।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, গত বছর প্রতি ঘরে সুশাসন রাজ্যবাসীর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সরকারি সুযোগ-সুবিধা যেমন কাস্ট সার্টিফিকেট, পিআরসি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ির কাছে ক্যাম্পের মাধ্যমে পাওয়ার যে ব্যবস্থা ছিল, এবছরও তা করা হবে বলে জানান মেয়র।