আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || রাজ্যের একটি অন্যতম গান্ধীবাদী যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে ত্রিপুরায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘হেরিটেজ ফেস্ট-২০২৩’। আগামী ২৩শে নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হেরিটেজ ফেস্ট-২০২৩। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ২৩শে নভেম্বর সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের একথা জানিয়েছেন ‘হেরিটেজ ফেস্ট’ কমিটির সভাপতি বাস্তুকার তপন লোধ।
এদিন তিনি বলেন, ভারতবর্ষের ২৫টি রাজ্য থেকে ৪৫০ জন যুবক-যুবতী এই আন্তর্জাতিক যুব মহোৎসবে অংশগ্রহণ করতে আসছেন। তাছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া থেকে প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছেন। তিনি বলেন, ৭ দিনের এই যুব মুহোৎসবে সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত নানাহ কর্মসূচির আয়োজন করা হচ্ছে যুব বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সরকারের কালচারাল এডভাইসারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, দিল্লি থেকে বিশ্ব যুব কেন্দ্রের অফিসার উদয় শঙ্কর সিং, অফিসের জেনারেল ম্যানেজার লোকাল দাস প্রমুখ। তিনি বলেন, প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রিসভার সদস্যরা, বিধায়কগণ এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা।
এদিন সাংবাদিক সম্মেলনে যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার জানিয়েছেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যুবক-যুবতীদেরকে ন্যাশনাল ইন্টিগ্রেশন এর প্রতি উৎসাহিত করা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতির সঙ্গে দেশ-বিদেশের সাংস্কৃতির আদান-প্রদান করা। তিনি বলেন, যুব বিকাশ কেন্দ্র মনে করে এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্য এবং সাংস্কৃতির প্রচার-প্রসার হবে এবং রাজ্যের বিভিন্ন পর্যটনেরও দেশ-বিদেশে প্রচার হবে।
এদিন যুব বিকাশ কেন্দ্রের পক্ষ্য থেকে রাজ্যের প্রত্যেক জনগণকে এ অনুষ্ঠানে সম্মিলিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংস্থার সভাপতি দেবাশীষ মজুমদার।