আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || রাজ্যেও ঘটা করে বিভিন্ন জায়গায় পালিত হয় জগদ্ধাত্রী পূজো। মঙ্গলবার আগরতলা শহরের আনন্দময়ী কালী বাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। একই দিনে মাকে করা হয় তিনবার পূজো। সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজো। পূজোকে কেন্দ্র করে আনন্দময়ী কালী বাড়িতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবছরও মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৬৯’তম জগদ্ধাত্রী পূজোর আয়োজন করা হয়। এদিন মহারাজগঞ্জ বাজারস্থিত জগদ্ধাত্রী মন্দিরে হয় পূজো। এদিন সকাল থেকেই রয়েছে ভক্তদের সমাগম।