আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || ৬৭’তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ বালক বালিকা বিভাগে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিন মন্ত্রী টিংকু রায় জানান, আগামী ২৩শে নভেম্বর বিকাল ৩টায় আগরতলাস্থিত এন এস আর সি সি’তে এই জাতীয় স্কুল গেমের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, আগামী ২৩শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত চলবে এই গেম। তাতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ইতিমধ্যেই ১৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৫১ জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন। এরমধ্যে বালক বিভাগে ১৭৪ জন এবং বালিকা বিভাগে ১৭৭ জন। এই সংখ্যা আগামীকালের মধ্যে আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী।
