আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || বুধবার আইতরমা সেন্ট্রিনাম ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর একটি বেসরকারি হোটেলে মঙ্গল প্রদিপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বার্ষিক সাধারণ সভার সূচনা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সুখময় সাহা, আইতরমা’র চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।