দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ এপ্রিল ।। আগামী ৩রা মে ADC ভোট কে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দল গুলো। বেশ কয়েকটি দল এবার ADC ভোটে অংশ নেয়ায় নির্বাচনী পরিবেশ ভিন্ন মাত্রা পেয়েছে। প্রায় সকলেই একলা চলো নীতি নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। কেউ কেউ জোটের কথা বললেও ফলপ্রসূ হয়নি মত আর পথের ভিন্নতার জন্য। আসন্ন ADC ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২১ জন নাম প্রত্যাহার করেছেন। ভোট যুদ্ধে রয়েগেছেন ১৭৭ জন প্রার্থী।