আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || দিল্লীতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অর্জুন মুন্ডার সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার দিল্লীতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, এদিন ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন আর্থ-সামাজিক এবং শিক্ষাগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর।সাথে আলোচনায় ত্রিপুরায় ১৫টি নতুন একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনে এবং ধারা ২৭৫(১)-এর অধীনে অতিরিক্ত অর্থ প্রদানের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী বলে নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।