আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল মহিলা কলেজের উদ্যোগে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ভাষার গবেষণার সাম্প্রতিক প্রবণতা নিয়ে দু’দিন ব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধন হয়। শুক্রবার আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। তাছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী নাথ সহ অন্যান্যরা।