আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার আগরতলাস্থিত এম বি বি বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের স্বপ্ন ছিল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে উন্নত পরিকাঠামো গড়ে তোলা। মহারাজার এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, রাজ্য সরকার চায় এম বি বি বিশ্ববিদ্যালয় ও এম বি বি মহাবিদ্যালয় রাজ্যের শিক্ষাক্ষেত্রে ‘আর্ট অব এক্সেলেন্সিতে’ পরিণত হোক।