আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || রাজ্যের যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ৭ দিনব্যাপী হেরিটেজ উৎসবের সুচনা হয় বৃহস্পতিবার। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই হেরিটেজ উৎসবের সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই হেরিটেজ উৎসবে দেশের ২৪টি রাজ্যের প্রতিনিধি সহ বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ইন্দোনেশিয়া থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। ৭ দিনব্যাপী চলা এই উৎসবে রাজ্যে আসা প্রতিনিধিরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শন করবেন।
এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস, রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের ঐতিহ্যগত পরম্পরা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যুব বিকাশ কেন্দ্র দেশের এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যা অবশ্যই প্রশংসনীয়।