আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || আগরতলা শহরে প্রতিনিয়তই লেগে রয়েছে যানজট। আর তাকে মুক্ত করতে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ট্রফিক এসপি মানিক লাল দাস সহ ট্রাফিক ইউনিটের আধিকারিক ও আগরতলা পুর নিগমের আধিকারিকরা।
এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সোমবার থেকে আগরতলা পুর নিগম এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে। তিনি বলেন, দূর্গা পুজোর আগে পুর নিগম শহরে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। পরে পূজো উপলক্ষে অভিযান বদ্ধ রাখা হয়। আগামী সোমবার থেকে পুনরায় সেই অভিযান আবার চালু হবে। তিনি বলেন, পুর নিগম এলাকায় ভ্যান্ডার লাইসেন্স ছাড়া যাঁরা ব্যবসা চালাচ্ছেন তাঁরা আগামী দু’দিনের মধ্যে জায়গা দখলমুক্ত করতে হবে। তা না হলে সোমবার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করা হবে।