বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || মদের কাউন্টারের নির্মান কাজ বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধে বসলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এগ্রিকালচার অফিস সংলগ্ন এলাকায় একটি মদের কাউন্টার নির্মান করা হবে। এইকথা জানার পর বিগতদিনেও এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। যেই জায়গায় মদের কাউন্টার দেওয়া হবে বলা হয়েছে সেই জায়গা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বাইখোড়ার বিন্তক শিক্ষানিকেতন অবস্থিত। এছাড়া একটি ঠাকুরের মন্দিরও রয়েছে। এলাকাবাসীরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তাভাবনা করে এলাকায় মদের কাউন্টার না দেবার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী বাইখোড়া বাজারে আগরতলা সাব্রুম পথ অবরোধে বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ ও শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম। সকলের উপস্থিতিতে অবরোধকারীদের আশ্বাস প্রদান করে পথ অবরোধ মুক্ত করা হয়। অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পরে।