আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উত্সব রাস পূর্ণিমা। এই বিশেষ দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাস উত্সব পালন করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই বিশেষ দিনেই রাধা ও অন্য গোপীনিদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব হল রাস। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনটিতে পূজিত হন। বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে মহা সমারোহ সহকারে রাস উত্সব পালন করা হয়।
রাস পূর্ণিমা উপলক্ষে আগরতলার রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে ২২৫’তম রাস উৎসব উদযাপন করা হয়।