আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || রবিবার মাঝ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর বটতলা বাজারে। এই অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৫০টি সবজির দোকান। এছাড়াও ১৫ থেকে ২০টি মুদির দোকান সহ অন্যান্য দোকানও এই অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
জানা যায়, রবিবার রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ এই অগ্নিকান্ড সংঘটিত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে সাথে সাথে ছুটে আসে দমকল কর্মীদের ছয়টি গাড়ি। তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। দমকল কর্মী ও ব্যবসায়ীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কিসের থেকে এই আগুনের সূত্রপাত সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে বলেন মুখ্যমন্ত্রী। সোমবার বটতলা বাজার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, এই আগুনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড় কোটির উপর ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে মূখ্যমন্ত্রীর অভিমত।
এদিকে বটতলা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন সিপিআই(এম)’র সদস্যরা। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা।