আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করতে এক বিশেষ কর্মসূচী পালন করা হয় সোমবার। এদিন রাজধানীর অরুন্ধতী নগরস্থিত ৩৯নং ওয়ার্ডের কনফারেন্স হলে বিকাশিত ভারত সংকল্প যাত্রা, প্রতি ঘরে সুশাস ২.০, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার যোজনা সুবিধা প্রধান এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন চলন সামগ্রিক প্রদান অনুষ্ঠান সংগঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে দিব্যাঙ্গ ব্যক্তিদের কানের হেডফোন, মটর ওহূইল চেহার, ওয়াকিং স্টিক সহ অন্যান্য সুবিধাভোগীদের রেশনকার্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রথম মায়ের বাচ্চাদের ৫,০০০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সমাজসেবী অসীম ভট্টাচার্য, ৪৪নং ওয়ার্ডের এম আই সি মেম্বার উদয় ভাস্কর চক্রবর্তী সহ অঙ্গনওয়াড়ী কর্মী ও বিভিন্ন সুবিধাভোগীরা।