আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || রাজ্যভিত্তিক কলা উৎসব শুরু হয়। সোমবার আগরতলা টাউন হলে ত্রিপুরা সরকারের সমগ্র শিক্ষা, স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে দু’দিন ব্যাপি রাজ্য স্তরের কলা উৎসবের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, বুনিয়াদি শিক্ষা আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায় সহ স্কুল শিক্ষক শিক্ষিকার সহ ছাত্রছাত্রীরা।
ত্রিপুরার ছাত্রদের সৃজনশীলতা এবং শৈল্পিক মহিমা প্রকাশের জন্য একটি প্লাটফর্ম হচ্ছে এই কলা উৎসব। মহকুমার তরে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে সারা রাজ্য থেকে এই দুদিন ব্যাপী কলা উৎসবে মোট ১৬০ জন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করবে দশটি বিভাগে। নাচ, গান, নাটক ইত্যাদিতে দুদিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হবে। যারা রাজ্য স্তরে বিজয়ী হবে পরবর্তীতে তারা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।