আগরতলা, ১৭ এপ্রিল ।। রাজ্যে চারিদিকে যখন রেগা মজুরী নিয়ে শ্রমিকদের ক্ষোভ, পঞ্চায়েত অফিস ভাঙচুর, পঞ্চায়েত সচিবের উপর আক্রমনের মত ঘটনা ঘটছে। সেই মুহূর্তেই রাজ্যের রেগা শ্রমিকদের কথা মাথায় রেখে শ্রমিকদের মজুরী বৃদ্ধি করল রাজ্য সরকার। ১লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা যায়। ১৫৫ টাকা থেকে মজুরী বৃদ্ধি করা হয় ১৬৭ টাকা। শুক্রবার, মহাকরনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া।