আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || গত রবিবার গভীর রাতে বটতলা বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়, সেই বিষয়ে বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে বটতলা বাজারে একটি বৈঠক করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন এই বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলের কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সহ বাজারকে ভেঙ্গে নতুন করে সর্বসুবিধা যুক্ত বাজার তৈরি করার বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানান মেয়র দীপক মজুমদার।