আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বণিক্য চৌমুহনীস্থিত শিববাড়ী প্রাঙ্গণে। বৃহস্পতিবার এই কার্য্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, এলাকার বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জীর দ্বারা দেশজুড়ে ১০,০০০ জন ঔষধি কেন্দ্র উদ্বোধনের সাক্ষী হই আমরা। তিনি বলেন, ‘আয়ূস্মান ভারত’ থেকে শুরু করে ‘উজ্জ্বলা যোজনা’, ‘জল জীবন মিশন’ কিংবা ‘কিসান সন্মান নিধি’ – সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে কেন্দ্রের মোদী সরকার। একই দিশায় কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকারও।