আগরতলা, ১৭ এপ্রিল ।। বৃহস্পতিবার রানীরবাজার বৃদ্ধিনগরে প্রাক্তন পশ্চিম জিলা সভাধিপতি জীতেন দাসের স্ত্রী কল্পনা দাসের নৃশংস খুনের ধটনায় জনমনে ত্রাসের সঞ্চার করে। ধারালো অস্ত্রে যে পৈশাচিক কায়দায় খুন করা হয়েছে তা অনেকটা আই.এস. সন্ত্রাসীদের মুণ্ডুচ্ছেদের মত। বৃদ্ধিনগরে পশ্চিম জিলা প্রাক্তন সভাধিপতি জিতেন দাসের স্ত্রী কল্পনা দাসের নৃশংস খুনের ধটনায় বৃহস্পতিবার জিতেনের পরিবারের ৫ জনের নামে লিখিত মামলা করেছিলেন মৃতার ভাই। অভিযোগ করা হইয়েছিল জিতেন দাস, তার দুই ভাই অতুল দাস, সতু দাস এবং তাদের স্ত্রীদের নামে।
৬০ বছরের কল্পনা দাসের খুনের ঘটনায় শুক্রবার পুলিশ মৃতার স্বামী তথা প্রাক্তন পশ্চিম জিলা সভাধিপতিজীতেন দাস কে গ্রেফতার করে। পুলিশ বাজেয়াপ্ত করে জীতেন দাসের পরিহিত কাপড়।
এদিকে শুক্রবার বৃদ্ধিনগরে নৃশংস খুনের ঘটনায় প্রাক্তন পশ্চিম জিলা সভাধিপতি জীতেন দাস কে CPI(M) পার্টি থেকে বহিষ্কৃত করেন। শুক্রবার বিকালেই পার্টির এই সিদ্ধান্তের কথা জানান CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর।