আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ঘোষিত প্রকল্প গুলি থেকে যারা বঞ্চিত রয়েছেন তাদের কথা মাথায় রেখে আগামী তিন মাস ব্যাপী ফের এক নতুন কর্মসূচি শুরু করলেন কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা’র হাত ধরে উদ্বোধন হলো “বিকশিত ভারত সংকল্প যাত্রার”।
এই প্রকল্পগুলির সম্পর্কে সমস্ত জনসাধারণের কাছে পৌঁছে যেতে রাজ্যে আনা হয়েছে ১৬টি প্রচার গাড়ি। যেগুলি আগামী তিন মাস ব্যাপী সমস্ত রাজ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল প্রকল্প গুলি নিয়ে যাবে মানুষের দোরগোড়ায়।
এদিন রাজধানীর বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কামান চৌমুহনীতে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ীর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য কর্পোরেটরগণ।