আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || “নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয় বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে বিশালগড়ের নতুন টাউন হল ঘরে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রুমা সাহা সহ মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা – এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, এই মহাবিদ্যালয়ে সকল নবাগতদের শুভাগমনে আমার তরফ থেকে শুভ্রাস্নাত প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা। এদিন তিনি বলেন, নিজেদের শিক্ষাজীবনের এক ধাপ উত্তীর্ণ হয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার দুর্বার বাসনায় তোমরা সকলে এসেছ স্বপ্নীল যাত্রাপথের অন্যতম কেন্দ্র এই মহাবিদ্যালয়ের শান্ত-শ্যামল চত্বরে। সার্থক হোক এই মহাবিদ্যালয়ের পবিত্র অঙ্গন তোমাদের সুললিত পদচারণায়। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের শুভাগমন এই মহাবিদ্যালয়ের গৌরববৃদ্ধিকে ত্বরান্বিত করবে, এটাই স্বাভাবিক। তোমরা এই মহাবিদ্যালয়ের যোগ্যতম উত্তরসূরি হবে, যথার্থ অধ্যবসায়ের মাধ্যমে এই মহাবিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে জাতীয় অঙ্গনে। জ্ঞান সাম্রাজ্যের দুর্বার গতিবেগ প্রবাহিত করার ও উজ্জীবিত ভাব ধারায় জীবনকে সুন্দর সুশোভিত করে তোলার গুরুদায়িত্ব তোমাদের রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হতে পারবে সকলে। এই শিক্ষায়তেনের উন্মুক্ত অঙ্গন সকল নবীনদের জীবন বিকাশে সক্ষম হবে। সকল নবীনদের অনাগত দিনগুলো সুন্দর, মধুময় ও প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ হয়ে উঠুক, এ প্রার্থনা করছি।