বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ ডিসেম্বর || প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে শান্তিরবাজার পুর পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিকাশ মেলা। শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। পুর পরিষদের উদ্দ্যোগে আয়োজিত এই বিকাশ মেলায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পুর পরিষদের চিফ এক্সিউটিভ অফিসার তথা শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মীদের উপস্থিতিতে লোকজনদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে বিদ্যুৎ দপ্তর, মৎস দপ্তর, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর। সকল দপ্তরের কর্মীরা বিকাশ মেলায় আগত লোকজনদের বিভিন্ন পরিষেবা প্রদান করেন। এই বিকাশ মেলায় পি আর টি সি, ওবিসি, এস সি ও ম্যারেজ সার্টিফিকেট করার জন্য ব্যাপক হারে লোকসমাগম ঘটে। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে কিছু সংখ্যক বেনিফিসারীর মধ্যে মাছধরার জাল, মাছ রাখার জন্য ডীপ ফ্রীজ ও মাছে রোগে আক্রমন না করার জন্য ঔষধ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা ও কাউন্সিলাররা সকলের হাতে মৎস্য দপ্তরের দেওয়া সামগ্রীগুলি তুলে দেয়। এই বিকাশ মেলার গুরত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। পুর পরিষদের উদ্দ্যোগে আয়োজিত এই বিকাশ মেলায় শান্তিরবাজার পুর এলাকার লোকজনেরা ব্যাপকহারে অংশগ্রহণ করে।