বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ ডিসেম্বর || ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এদিন দক্ষিন ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে শান্তিরবাজার মহকুমার ডিগ্রী কলেজ, শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও বালিকা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শান্তিরবাজারে এক র্যালী সংগঠীত হয়।শান্তিরবাজার মুকুট অডিটরিয়াম প্রাঙ্গন থেকে এই র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে গিয়ে সমাপ্তি হয়।
শুক্রবার এই র্যালী করার পিছনে মূল কারন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস। কি কারনে এইডস ছরাচ্ছে এবং কিভাবে এইডস থেকে রক্ষা পাওয়া যায় তা জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি জানান, এইডস কোনো ছোয়াছুয়ি রোগ নয়। লোকজনদের মধ্যে ভূল ধারনা রয়েছে এইডস ছোয়াছুয়ি রোগ এটা সত্য না। একই সাথে থাকলে, একই থালায় খেলে এইডস ছরায় না। তাই এইডস সম্পর্কে লোকজনদের সচেতন করতে এই র্যালী সংগঠিত হয়।
অপরদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, দক্ষিন জেলায় শান্তিরবাজারে সবচেয়ে এইডসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। একই সিরিঞ্জ নিয়ে নেশা করার ফলে এইডসের আক্রমন বৃদ্ধি পেয়েছে। শান্তিরবাজারে এইডসের সংখ্যা বেশি হবার কারনে এই এলাকায় র্যালী করা হয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক।