আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || শুক্রবার রাজ্যের গর্ব টি এস আর ১৪ ও ১৫ নং ব্যাটেলিয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর আর কে নগর টিএসআর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের মাঠে টি এস আর ১৪ ও ১৫ নং ব্যাটেলিয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মোট ৪৫৮ জন টি এস আর জওয়ান শপথ বাক্য পাঠ করেছেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও সুনামের সাথে কাজ করে চলেছে টি এস আর বাহিনী। তিনি বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে টি এস আর বাহিনীর গুরুত্ব অপরিসীম। নবনিযুক্তদের চমৎকার প্যারেড প্রদর্শনে তিনি আপ্লুত বলে উল্লেখ করেন।