বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ ডিসেম্বর || ২রা ডিসেম্বব বিশ্ব দিব্যাঙ্গ দিসবকে কেন্দ্র করে জোলাইবাড়ী কমিউনিটি হলে শান্তিবাজার মহকুমা ভিত্তিক বগাফা ব্লক, জোলাইবাড়ী ব্লক ও শান্তিরবাজার পুর পরিষদের উদ্দ্যোগে যথাযথ মর্যাদার সহিত বিশ্ব দিব্যাঙ্গ দিবস পালন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, জোলাইবাড়ী ও বগাফা ব্লকের সি ডি পি ও আধিকারিক দেবাশীষ রায় সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে বিশ্ব দিব্যাঙ্গ দিবসের বিভিন্ন দিকগুলো নিয়ে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে অনুষ্ঠানে আগত দিব্যাঙ্গদের মধ্যে শীত বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।