আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || স্যন্দন পত্রিকা আয়োজিত ১২’তম বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ই ডিসেম্বর। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে স্যন্দন পত্রিকার হয়ে একথা জানানো হয়। জানা যায়, ১২’তম বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এমবিবি উপরের মাঠে।
সেদিন উৎপল ভট্টাচাৰ্য ও দীপক দে’কে সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়াও চিত্র সাংবাদিক সুখেন শর্মাকে সংবর্ধনা দেওয়া হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সরযু চক্রবর্তী, অভিষেক দে, অরিন্দম দে প্রমুখ।