আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || মেলাঘরের ঠাকুর পড়া এলাকায় এক পরিবারের বাবা, মা ও মেয়ে মৃত্যুর ঘটনায় শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তাদের বাড়িতে কি হয়েছিল, কেনই বা একই পরিবারের তিনজনের একসাথে মৃত্যু, সার্বিক বিষয় নিজে খতিয়ে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।