আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || আগামী ১০ই ডিসেম্বর (রবিবার) আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারি ইন্টারন্যাশানালের “ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনার”। এর পরিচালনায় থাকছে রোটারি ক্লাব অব আগরতলা সিটি।
উল্লেখ্য, সারা বিশ্বে সাক্ষরতা নিয়ে, নিরক্ষরতা দূরীকরণে রোটারি ইন্টারন্যাশানালও কাজ করে থাকে। আর.আই.এল.এম. (রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন) এর মাধ্যমে রোটারি ভারতবর্ষে নিরক্ষরতা দূরীকরণে তথা সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন রোটারি ক্লাবগুলোর মাধ্যমে কাজ করে চলেছে সারা ভারত জুড়ে। তারই অঙ্গ হিসেবে প্রতি বছর রোটারি জেলা-৩২৪০ এর অন্তর্গত (উত্তর পূর্বের আটটি রাজ্য তথা পশ্চিমবঙ্গের বৃহত্তর অংশ) শতাধিক রোটারি ক্লাবকে নিয়ে অন্তত দুটি বা তিনটি এ ধরণের লিটারেসি বা সাক্ষরতা সম্পর্কিত সচেতনতা সেমিনার সংগঠিত করে থাকে। এ বছর এই সেমিনারটি আগামী ১০ই ডিসেম্বর (রবিবার) আগরতলার মুক্তধারা হলে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশানালের বিশিষ্ট বক্তারা ছাড়াও রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং সংলিষ্ট শিক্ষক-ছাত্র-ড্রপআউট সেন্টার এর সংগে যুক্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এই সেমিনারে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এছাড়া রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক দল-কবিতালোক, অর্কদ্যোতি, মঞ্জির-সাক্ষরতা বিষয়ে তাদের ভাবনা তুলে ধরবেন আবৃত্তি, কবিতাপাঠ, নৃত্য ও নাটিকার মাধ্যমে। এছাড়াও এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরার বিশিষ্টজনদের সংবর্ধিত করা হবে।
১০ই ডিসেম্বর বিকেল তিনটে থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে মুক্তধারা প্রেক্ষাগৃহে। উদ্বোধন পর্ব শুরু হবে বিকেল ৪টায়। উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ কুমার আগরওয়াল, শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, ডিস্ট্রিক্ট লিটারেসি চেয়ারম্যান পার্থপ্রতিম ফুকন, এসিস্টেন্ট গভর্নর নির্মল কুমার সিংঘি, ক্লাব সভাপতি প্রণবাশিস মজুমদার ও অনুষ্ঠানের আহবায়ক রোটারিয়ান শুভব্রত দেব।