আমি চ্যাম্পিয়ন হতে চাই : হিলারি

intআন্তর্জাতিক ডেস্ক ।। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামছি আমি। এ দেশের প্রত্যেকটি মানুষের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই। আশা করি, চলার পথে আপনাদের সবাইকে পাশে পাব।
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ২০১৬-এর নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন হিলারি ক্লিনটন। এরই মধ্যে ওয়াশিংটন থেকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি।
২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে জোর লড়াই হয়েছিল হিলারির। অভ্যন্তরীণ ভোটে হেরে সেবার সরে যান হিলারি। তিনি ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সমথর্ন নিয়েই রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেনকে হারিয়ে প্রেসিডেন্ট হন বারাক ওবামা। হিলারিকে করেছিলেন তার বিদেশসচিব।
হিলারির ভিডিও-বার্তা সম্প্রচারিত হওয়ার কিছুক্ষণ আগে পানামায় এক সম্মেলনে ওবামা মন্তব্য করেন, অসাধারণ এক মার্কিন প্রেসিডেন্ট হবেন হিলারি ক্লিনটন। বেশ কয়েক বছর একসঙ্গে কাজ করার পর এখন তারা ভালো বন্ধু বলেও সাংবাদিকদের জানান বারাক ওবামা।
২০০৮ সালের নির্বাচনে দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হয়ে সে দফা পুরুষতন্ত্রের ‘কাচের ছাদ’ ভাঙতে পারেননি হিলারি। এবার পারবেন কিনা তা জানা যাবে ২০১৬-এর ৮ নভেম্বরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*