তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমি-ফাইনাল হিসেবে বিবেচনা করলে বোঝা যায় তৃতীয়বারের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর || দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমি-ফাইনাল হিসেবে বিবেচনা করা হলে, তাতে স্পষ্ট যে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি সাম্প্রতিক তিন রাজ্য নির্বাচনের সময় জাতপাতের রাজনীতি চালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ইস্যুতে তাদের উৎসাহী প্রচারণা নির্বাচনী সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে৷

এদিনের এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*