আই পি এল’র নিলামের তালিকায় স্থান পেয়েছেন ত্রিপুরার ৩ ক্রিকেটার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর || এবার আই পি এল-এ নিলামের তালিকায় স্থান পেয়েছেন ত্রিপুরার ৩ জন ক্রিকেটার। ত্রিপুরার সেই ক্রিকেটাররা হলেন মনিশঙ্কর মুড়াসিং, রজত দে এবং গণেশ সতিশ। জানা যায়, তাদের বেস প্রাইস রাখা হয়েছে ২০ লক্ষ টাকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*