তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার ইউটিউবে যুক্ত হচ্ছে বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষা। ব্যবহারকারীদের কাছে ইউটিউবকে জনপ্রিয় করতেই নয়া পদক্ষেপ নিল ইউটিউব৷
এবার বিভিন্ন আঞ্চলিক ভাষাতেই ইউটিউবকে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা৷ ইউটিউবের বিভিন্ন অপশনগুলোকেও এই ভাষায় দেখতে পাবেন৷ শুধু তাই নয় নিজের ভাষাগুলোর মাধ্যমে বিভিন্ন ভিডিও সার্চ করতে পারবেন ব্যবহারকারীরা৷
বৃহস্পতিবার ইউটিউবের তরফে এ কথা জানানো হয়েছে৷ ইউটিউবের তরফে জানানো হয়েছে, নতুন আরো ১৫টি ভাষা ইউটিউবে যোগ করা হয়েছে৷ নতুন ভাষাগুলো যোগ হওয়ায় এখন ইউটিউবকে মোট ৭৬টি আলাদা আলাদা ভাষায় দেখা যাবে৷
১৫টি ভাষার মধ্যে ভারতের পাঞ্জাবি ভাষাকে যুক্ত করা হয়েছে৷ এছাড়া অন্যান্য ভাষাগুলোর মধ্যে জর্জিয়ান, কিরগিজ, নেপালি, সিংহলি, বার্মিজ, উজবেকর মতো ভাষাগুলো রয়েছে৷
প্রসঙ্গত, গত সপ্তাহেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নয়া সুবিধার কথা ঘোষণা করেছিল৷ যদিও এ পরিষেবা পেতে ব্যবহারকারীকে মাসে দশ ডলার দিতে হবে৷ বলার অপেক্ষা রাখে না, নয়া ঘোষণাগুলো ইউটিউবের জনপ্রিয়তাকে আরো কয়েকগুণ বাড়াবে৷